সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া এক নারীর (৫৩) ছেলেও করোনায় আক্রান্ত। এর আগে ওই নারীর মেয়ের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আলামিন হোসেন।
তিনি জানান, গত ৩ মে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে মারা যান করোনায় আক্রান্ত উল্লাপাড়ার ওই নারী। তিনি আক্রান্ত হওয়ার পর ২৭ এপ্রিল তার মেয়ের (১৯) শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। এদিকে গত ৪ মে ভোরে ওই নারীর লাশ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এরপর তথ্য গোপন করে পৌর এলাকার কবরস্থানে দাফন করা হয়। অনেকেই তার জানাজায় অংশ নেয়। খবর পেয়ে তাদের বাড়িসহ আশপাশের ১০ বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া গত রবিবার রাতে ওই নারীর ছেলেসহ (২২) তার পরিবারের অন্যদের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তার ছেলের করোনা পজিটিভ আসে। এ পরিবারের দুজনই সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে কোভিড-১৯ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
ঢাকাটাইমস/১১মে/পিএল
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply