সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের জের ধরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাতে শহরের তাতিকোনা এলাকায় এ ঘটনা ঘটে । এতে আটজন আহত হয়েছেন। তাদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় সোমবার তাতিকোনা এলাকার বাসিন্দা রবীন্দ্র দাসের ছেলে তাপস দাস ছাতক থানায় একটি মামলা করেছেন। মামলায় একই এলাকার সাহেদ আলী সরকারের ছেলে আরিফ আহমদকে প্রধান করে একই গ্রামের ২২ জনকে আসামি করা হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে হামলায় ক্ষতিগ্রস্তদের শান্তনা দেন। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
উপজেলার তাতিকোনা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা স্বরাজ কুমার দাস, শিক্ষক প্রনব দাস মিটু ও গ্রামের নুপুর দাস জানান, আরিফ আহমদ ও তাপস দাসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। গত কয়েকদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছে। এরই মধ্যে তাপস দাস তার ফেইসবুক আইডিতে ‘গরুর কাছে ঘাসের গল্প করতে হয়, ফুলের গল্প তার নিকট বেমানান’ লিখে গরুর ছবিসহ পোস্ট করেন। এই পোস্টকে কেন্দ্র করে আরিফ ও তাপসের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুপক্ষের ২০ জন আহত হয়েছে।
এলাকাবাসী জানান, একসঙ্গে চলাফেরা করা এলাকার বন্ধু মহলের মধ্যে ফেসবুকে পোস্ট নিয়ে মারামারি হয়েছে। হিন্দুদের বাসাবাড়ি বা মন্দিরে হামলার কোনো ঘটনা ঘটেনি। এটি কোনো গোষ্ঠির বা সম্প্রদায়ের ঘটনা নয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/১১মে/কেএম)
2020-05-11 20:52:21
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply