বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বেতার ভবনে স্থাপিত ফিভার ক্লিনিকে রোগীর সংখ্যা সাড়ে আট হাজার এবং করোনা ভাইরাস ল্যাবরেটরিতে করোনাভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে।
সোমবার বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, ফিভার ক্লিনিকে আজ ৩৮৪ জনসহ এ পর্যন্ত আট হাজার ৫৩২ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। গত ২১ মার্চ এই ফিভার ক্লিনিক চালু করা হয়।
অন্যদিকে গত ১ এপ্রিল একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে আজকের সোমবারের ৪০০ জনসহ এ পর্যন্ত আট হাজার ১৮ জন রোগীর নমুনা করোনাভাইরাস শনাক্তের জন্য সংগ্রহ করা হয়েছে।
বিএসএমএমইউর উদ্যোগে রোগীদের সুবিধার্থে হেল্প লাইন, বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত বিশেষজ্ঞ হেলথ লাইন ইতিমধ্যে চালু করা হয়েছে। এছাড়াও বহির্বিভাগে ইন্টারনাল মেডিসিন বিভাগ, জেনারেল সার্জারি বিভাগ, অবস অ্যান্ড গাইনি বিভাগ, শিশু বিভাগে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/১১মে/এএ/জেবি)
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply