“মাগো তুমি আছো যে তাই”
গভীর রাতে বাড়ি ফিরে
খিড়কি খোলার আওয়াজটা পাই।
অনেক বেশি খাওয়ার পরেও
তোমার কাছে শুকিয়ে যাই।
মাগো তুমি আছো যে তাই…..
একটু খানি অসুখ এলে
অনেক বেশি রুগিয়ে যাই
জমাট বাঁধা কষ্ট পেলে
আঁচল তলে লুকাতে চাই।
মাগো তুমি আছো যে তাই…..
ছোট্ট আমি তোমার কাছে
বড় হবার সুযোগতো নাই
ঘুরে ফিরে তোমার দিকেই
এদিক ওদিক যে দিক তাকাই।
মাগো তুমি আছো যে তাই…..
উজাড় করে দিলে সবই
দিতে কিছুই পারি নাই
একটা চাওয়া করো পূরন
পাঁয়ের নিচে জায়গা চাই।
মাগো তুমি আছো যে তাই….
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply