কোটালীপাড়া প্রতিনিধি : জাতীয়তাবাদী ছাত্রদল, সেচ্ছাসেবক দল প্রতিষ্ঠাতা আহবায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদের দাফন সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পূর্ব পূর্ণবর্তী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এর আগে জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ কাজী আসাদের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম মনিরুজ্জামান পিনু, ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এস এম মনিরুজ্জামান পিনু বলেন, কাজী আসাদ একজন নির্লোভ ব্যক্তি ছিলেন। তিনি ৪০বছর ধরে বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এই ৪০বছরে দল অনেক বার ক্ষমতায় এসেছে। কিন্তু কাজী আসাদ ঢাকায় একটি বাড়ি পর্যন্ত করতে পারেনি। আমরা একজন সৎ রাজনীতিবিদকে হারালাম।
কাজী আসাদ গত বুধবার সকাল ৯টায় রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। কাজী আসাদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply