পারভেজ মোশারফ :
পারভেজ মোশারফ(চাদঁপুর- ফরিদগঞ্জ থেকে):
চাদঁপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে কর্মহীন ও অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা ছাত্রদল নেতা রাশেদ আলমের নিজস্ব অর্থায়নে অর্ধ-শতাধিক পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরন করেন।আজ ১৩ই মে রোজ বুধবার সকালে উপজেলার ৫নং পূর্ব গুপ্টি ইউনিয়ন পরিষদের সামনে এই উপহার সামগ্রী বিতরন করেন তিনি।
উপহার সামগ্রীর মধ্যে ছিল:
চাউল ৫কেজি,ডাল ১ কেজি,তৈল ১ লিটার,আলু ১ কেজি,লবন ১ কেজি,মুড়ি ৫০০ গ্রাম।
এই মহতি কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদল নেতা রাশেদ আলম বলেন,বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশ এবং কেন্দ্রীয় ছাত্রদলের দিকনির্দেশনায় ও চাদঁপুর জেলা ছাত্রদলের পরামর্শে সামাজিক দূরত্ব বজায় রেখে আজকে আমি আমার ৫নং পূর্ব গুপ্টি ইউনিয়নের হতদরিদ্র ও কর্মহীন ৫০ টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন করি।
মানবিক এই ছাত্রনেতা আরো বলেন,আমি করোনার প্রথম থেকেই আমার উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।তিনি আরো বলেন,ইতিমধ্যেই বোরো ধানের এই মৌসুমে কালবৈশাখীতে ধান তুলতে কৃষকেরা যখন শ্রমিক ও করোনায় ক্ষতিগ্রস্ত হয়ে আর্থিক সংকটে ভুগছিলো।তাই আমার নেতৃত্বে গতকয়েকদিন ধরে কয়েকজন শ্রমিকের ধান কেটে বাড়ি পৌছে দিয়েছি।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply