করোনা’র প্রাদুর্ভাবে দুঃস্থ ও অসহায় নিম্নবিত্ত মানুষের কষ্ট লাঘব করার জন্যে ফ্রি সবজি বাজার বসিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
আজ বুধবার (১৩ মে) রাজধানীর শান্তিনগর ইষ্টার্নপ্লাস মার্কেটের সামনে এই ফ্রি সবজি বাজার কার্যক্রম পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।ফ্রি সবজি বাজারের মাধ্যমে অসহায় ও নিম্নবিত্ত মানুষের মাঝে সবজি বিতরণ করা হয়।সবজির মধ্যে ছিল লাউ কুমড়া আলু লেবু ঢেঁড়স টমেটো পুঁইশাক বাধাঁকফি শশা ও লেবু।
এসময় উপস্হিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ সভাপতি নির্মল রঞ্জন গুহ,সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু,নগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি দেবাশীষ বিশ্বাস ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন।
সবজি বিতরণকালে গণমাধ্যম কর্মীদের তারিক সাঈদ বলেন আমাদের আদর্শের মহান শিক্ষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় অস্বচ্ছল,
নিম্নবিত্ত যাদের কেনার সামর্থ্য নেই এমন লোকদের প্রয়োজন অনুযায়ী সবজি বিনামূল্যে সরবরাহ করছি আমরা।করোনা বিস্তার ঠেকাতে মানুষ ঘরে অবস্থান করায় অনেকেই কর্মহীন হয়ে পড়েছে।এ দুর্যোগে অসহায়দের পাশে দাড়ানো আমাদের মানবিক দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি।সরকারের পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মতো সমাজের বিত্তবানরাও এগিয়ে এলে পিছিয়ে পড়া মানুষগুলো এ মহামারী বিপর্যয়ে কেউ অভুক্ত থাকবেনা বলে মনে করেন তিনি।এসময় আরো উপস্হিত ছিলেন কেন্দ্রীয়, নগর ও থানা স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীবৃন্দ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply