রাজধানীতে দিনে দুপুরে একটি ছিনতাইয়ের ঘটনার ঘটে এতে এক ফার্মাসিস্ট এর ব্যাগ ছিনিয়ে নিতে দেখা যায় ছিনতাইকারীদের।
সম্প্রতি এ ঘটনা গাবতলী ব্রিজ সংলগ্ন আমিন বাজার স্ট্যান্ড এর শুরুতে বি আই এইস এস হসপিটাল এর ফার্মেসী স্টাফ সায়মা আক্তার এর ব্যাগ দুপুর ২ঃ২০ মিনিট এ দুর্ধর্ষ কায়দায় মোটরসাইকেল নিয়ে ছিনতাই করে।
হঠাৎ করেই পেছন থেকে আসা একটি মোটরসাইকেল চলন্ত রিকশায় কাছে আসার পর কোনো কিছু বুঝে উঠার আগেই তাদের একজন ছুটে আসেন রিকশায় বসে থাকা ওই ফার্মাসিস্ট এর দিকে। কেড়ে নেন ওই ফার্মাসিস্ট এর হাতে থাকা ব্যাগ। নির্বাক দৃষ্টিতে অসহায়ের মতো তাকিয়ে থাকে রিকশাওয়ালা।
তার ব্যাগ এ বেতনের ১৫০০০ টাকা, একটি মোবাইল ফোন, ব্যাংকের চেকবই, এটিএম কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছিলো
তার থেকে বড় কথা তার চলন্ত রিকসা থেকে যেভাবে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে গেছে এতে তার প্রাণ চলে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিলো। করোনাকালীন দুর্যোগ ও ইদ কে সামনে রেখে এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে।
এ বিষয়ে সাভার থানায় একটা জিডি করা হয়েছে। জিডি নম্বর ৪৮৩। ছিনতাই এর ভিডিও সিসি ক্যামেরায় ধরা পরেছে যাহা সাভার থানায় থেকে পর্যবেক্ষন করা হচ্ছে।
খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ওই কর্মকর্তা। উল্লেখ্য সায়মা আক্তার একজন এ গ্রেড রেজিস্ট্রাড ফার্মাসিস্ট।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply