প্রতিনিধি কাশিয়ানী:- করোনা কালীন পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে ঘরবন্দী কর্মহীন ৮৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন মরহুম আব্দুল মোতালেব শেখের পরিবার।
রবিবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের ভাটিয়াপাড়া বাজারে সামাজিক দুরত্ব বজায় রেখে মরহুম আব্দুল মোতালেব শেখের মেজো ছেলে ভাটিয়াপাড়া বাজার কমিটির সভাপতি শেখ মো. জাহিদুর রহমানের তত্বাবধানে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর সহায়তার তালিকায় ছিল ৫ কেজি চাল, ১ কেজি পোলাওর চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট গুড়ো দুধ ও হাত ধোয়ার উপকরণ হিসেবে একটি সাবান।
এসময় শেখ মো.জাহিদুর রহমান বলেন, মহামারী করোনা পরিস্থিতিতে আমরা আমাদের সাধ্যমত ঘরবন্দী কর্মহীন পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। মহান আল্লাহর রহমতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মরহুম আব্দুল মোতালেব শেখের বড় ছেলে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাহবুবুর রহমান বলেন, মহামারী করোনা পরিস্থিতিতে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা চার ভাই শেখ মো. জাহিদুর রহমান, শেখ মো.শাহিদুর রহমান ও শামীম হাসান সাধ্যমত কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply