ভাবনাগুলো নিরুত্তর আমি ভাষাহীন। সব ইচ্ছেরা অকর্মা নর্দমায় এভাবে বেঁচে থাকা যায়না এরুপে ভাল থাকা হয়না। দিকভ্রান্ত সপ্নের চোরাবালি হতাশার কালো হাত, পাকড়াও করে বারে বার। তবুও আমি পড়ে থাকি দিনমান এ ভাবে ভাল থাকা হয়না। হিসাবের খাতা বড় বেহিসাবি বেমালুম ভূলে, ঘিন্জি আশা দিনপন্জির ঘরে পড়ে কাটা দাগ। এভাবে আমি অপ্রতুল পাওনার অংক কষি…. এরুপে আর ভাল থাকা হয়না!
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply