ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আজ বুধবার ১৩ জন রোগীর করোনা পজিটিভ এসেছে।
গত ১৮-৫-২০২০ যে পাগল টি মারা গিয়েছিল তারও করোনা পজিটিভ এসেছে। সে পুরো আলফাডাঙ্গা ঘুরে বেড়িয়েছে।
এ নিয়ে মোট ১৮ জন করোনা আক্রান্ত রোগী আলফাডাঙ্গাতে। পাগল ১ জন, বাজড়া ৫ জন, কুচিয়াগ্রাম ৫, চান্দড়া ১, নওয়াপাড়া ১।
বিষয়টি নিস্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল হাসান।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply