পারভেজ মোশারফ :
নেই শুধু পৃথিবীর প্রতি মানুষের সমবেদনা
রিয়াদুর রহমান নীল
বসুরহাট সরকারি মুজিব কলেজ,নোয়াখালী
কি যেন নাই,কি যেন শূণ্যতা মনের গহীনে।
কবে যেন হয়েছে তীব্র বেদনার অসুখ,
কে জানে কবে।
তবে তোমার কামনা ভাবে নুয়ে যায় মনের সব অলিগলি।
থেমে যায় একেকটা গর্ভের গল্প।
আটকে যায় নিঃশ্বাস রূপসী নামক নাভিশ্বাসে।
ফের ছুটে যায় হিসেবের কাঠামো ভেঙে।
অভিমান হানা দেয় মনগুলির কাঠকয়লার মিশ্রিত দুপুরে,
খুঁজে যায় নিরন্তর প্রবাহ আর জীবন নামক জাবর কাটার অমানিশার সুরে।
কেবল খুঁজি আর ক্লান্ত হয় বিরহব্যথার ধ্রম্রজালেে,
কতকাল, কতক্ষণ থাকবো চেয়ে তোমার পানে,
তোমার উষ্ণতার টানে।
কেন যেনো তুমি টানো চুপচাপ বসে মনের উঠোনে।
একি প্রেম নাকি প্রেমের চেয়ে আরো প্রেম,
আরো ছুঁয়ে দেবার দৈব গল্প!
থেকে যেতে চাই তোমার কোলে, তোমার ছোঁয়ার সব স্নিগ্ধকর মুহূর্তে।
একি অতি প্রাচীন, নাকি সব প্রাচীনত্বের প্রেমের খোরাক?
নিঃসৃত হবে সব কথিত প্রেম,অকথিত অক্ষরে গেঁথে যাবে প্রান্তিক স্নায়ুতন্ত্রের ক্রীড়ানক মহাবিশ্বের মহা অসুখগুলো।
মানবের অপকর্মে মাথা তুলে দাঁড়াবে সব অজানা রোগ,
করোনার মতো নিঃসঙ্গ পৃথিবীর ভয়াল জীবাণু।
তবে কি জীবনকে একরত্তি ও ছাড় দেবে না মরণঘাতী করোনা।
সবই তো আছে,নেই শুধু পৃথিবীর জন্য মানুষের সব সমবেদনা।
মানুষ মানুষকে মেরে ফেলছে অসুস্থ সব প্রতিযোগিতার মিছিলে।
জীবনের সায়েন্স আজ হার মেনেছে মানুষের যত্তোসব ঘৃণিত ঘৃণিনী হয়ে,
অনু ভাইরাস সংক্রমণের পরিবৃত্ত ছড়িয়ে দিয়েছে পুরো মহাবিশ্বের সব জনপদ মাড়িয়ে।
জীবনের সায়াহ্নকৃত্য সেরে আজ পৃথিবীর তীব্র অসুখ।
সবই তো আছো,নেই শুধু পৃথিবীর জন্য মানুষের সমবেদনা।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply