ঈদের আনন্দ ও খুশি সকলের মাঝে বিলিয়ে দিতে গরীব অসহায় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ-বস্ত্র উপহার দিলেন স্বেচ্ছাসেবক লীগের সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগ। আজ শুক্রবার (২২মে) ঢাকা বিশ্বিবদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে এই ঈদ উপহার বস্ত্র প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ সভাপতি নির্মল রঞ্জন গুহ,সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু,ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন,সাধারণ সম্পাদক তারিক সাঈদ,কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়,সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।
বস্ত্র বিতরণ কালে নগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক তারিক সাঈদ বলেন দেশের এই ক্রান্তিলগ্নে করোনার প্রাদূর্ভাবে জনজীবন স্হবির হয়ে পড়েছে,ঠিক সেই সময়ে ঈদের খুশী সকলের মাঝে বিলিয়ে দিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ছাত্রলীগের আয়োজনে অসহায় মানুষের মধ্যে এই উপহার বস্ত্র বিতরণ।যেন সবাই আনন্দের সাথে ঈদ করতে পারে।সরকারের পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply