ও মন রমাজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।।পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আলফাডাঙ্গা উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন।বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ,শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দৈনিক কালের চাকার বিশেষ প্রতিনিধির সাথে একান্ত আলাপচারিতায় তিনি বলেন,মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর।ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়,কিন্তু বর্তমান দেশের এই বিদ্যমান পরিস্থিতি মহামারী করোনা ভাইরাসের কারনে ঈদগাহে গিয়ে জামাতের সহিত কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়া হবেনা,ঈদের নামাজ মসজিদে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে পড়তে হবে।ঈদ আনন্দের,ঈদ খুশির কিন্তু আমাদের মন ভালো নেই।আমরা বর্তমান সময় খুবই মন খারাপের মধ্যে দিয়ে পার করছি।আতঙ্কিত না হয়ে আমরা সচেতন থাকব,এক প্রশ্নের জবাবে তিনি বলেন যারা শহর থেকে গ্রামে আসছেন পরিবারের কাছে ও ঈদ করতে তাদের প্রতি আহ্বান থাকবে,অবশ্যই সামাজিক দুরত্ব বজায় রাখবেন,১৪ দিন হোমকোয়ারেন্টেইন পালন করবেন,বাড়িতে থাকবেন,নিরাপদে থাকবেন এবং সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি।কথা প্রসঙ্গে শেখ দেলোয়ার হোসেন বলেন আমি জনপ্রতিনিধি জনগনের খোঁজ খবর নেয়া আমার দায়িত্ব ও কর্তব্য,তিন চারদিন আগে উপজেলা বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা বাজারে করোনা সচেতনতা বিষয়ে কথা বলে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হই,প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছি।সকলের নিকট দোয়া প্রার্থনা করছি। প্রতিটি গৃহে প্রবাহিত হোক পবিত্র ঈদুল ফিতরের শান্তির অমীয় ধারা।আল্লাহ এই মহামারী থেকে সকলকে হেফাজত করুন। আমিন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply