গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া:
মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ডিএমপির এডিসি নিশাত রহমান মিথুনের সহযোগিতায় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭টায় উপজেলার
নাগরা বাসস্টান্ড থেকে শুরু হয়ে এ ম্যারাথন দৌড় প্রতিযোগীতা শিল্পকলা একাডেমি চত্ত্বরে এসে শেষ হয়। এ সময় রাস্তার দু পাশে দাড়িয়ে হাজার হাজার নারী পুরুষ করতালির মাধ্যমে প্রতিযোগিদের স্বাগত জানায়। উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। ৩শত প্রতিযোগী এ দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এ ম্যারাথন দৌড়ে আমিন খান, মেহেদী হাসান, তরিকুল ইসলাম পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রেমানন্দ মন্ডল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ
সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস,
জাহিদুল ইসলাম,ক্রীড়া সংগঠক মনিরুজ্জামান মনির উপস্থিত ছিলেন
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply