ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ।বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ,শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে তিনি বলেন,মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল সুখ শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর।ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়,কিন্তু বর্তমান দেশের এই বিদ্যমান পরিস্থিতি, মহামারী করোনা ভাইরাসের কারনে ঈদগাহে গিয়ে জামাতের সহিত কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়া হবেনা,ঈদের নামাজ মসজিদে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে পড়তে হবে।
ঈদ আনন্দের,ঈদ খুশির কিন্তু আমাদের মন ভালো নেই।প্রতিটি গৃহে প্রবাহিত হোক পবিত্র ঈদুল ফিতরের শান্তির অমীয় ধারা।এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply