গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা কালীন পরিস্থিতিতে স,ম তৌহিদুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫০ কর্মহীন পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের পক্ষ হতে মহামারী করোনা ভাইরাসের প্রাক্কালে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা কর্মহীণ দিনমজুর পরিবারের বাড়িতে বাড়িতে যেয়ে গোপণীয় ভাবে রাতের বেলা এ ঈদের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
যশোর ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মরহুম স,ম তৌহিদুর রহমানের সন্তান জামাল আল নাসের শামিল বলেন,
করোনা কালীন পরিস্থিতিতে স,ম তৌহিদুর রহমান ফাউন্ডেশনের পক্ষ হতে আমরা ৯২৫ জন কর্মহীণ দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় আজ ভাটিয়াপাড়া ও আশ পাশের ২৫০ পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার পৌঁছে দিয়েছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে। এই মহৎ কাজের জন্য অনেকেই এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply