রিয়াজ মুস্তাফিজ :
সে দিন কবে?
এখানে আলো আধারি
আশাহতের চরম দূর্যোগ
চলে অনবরত।
এখানে পক্ত ধোঁয়াশায়
সপ্নভঙ্গের হাতে খড়ি হয়।
এখানে নির্বাক থাকি আমি
স্থবির সমস্ত দিনপঞ্জি
নির্ভার ঘড়ির টিকটিকানি।
এখানে পাওনার দরকষি….চলে
প্রতিদিনকার মত প্রতিদিন।
বাম বুকের বেহুদা ছটফটানি
শ্রিহীন চোখের পাপড়ি
বিষন্নতার ঘেরটোপ
বিবর্ণ মলাটেই আবার নতুন শরীর মোড়ানো।
সব শেষে…….
হঠাৎ থেমে যাওয়া
আমার নিরঙ্কুশ চিন্তাগুলি।
সেদিন কবে?
খিড়কি খুলবে বন্ধ দরজার
নিজেকে ঝালিয়ে নেবো
সদ্যজাত সূর্যের আলোয়।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply