অতঃপর সব পাখি নিদ্রা নেয়
জালফাঁস ছিড়ে;
শুধুই একাকি আমি
বারংবার আটকে থাকি
মায়াজালের তীব্র গিঁটে।
ওরা সব অঘোরে নিদ্রা যায়
জলপাতার শব্দ ভূলে……
আমিই তৃষ্ণার্ত চোখে
ঘন হাই তুলি;
চরম নিদ্রাহীনতার।
ওরা সব লাল চোখে দেখে নেয়
রঙিন রংধনু
তখন আমি চোখ ডলে ডলে
সরল সভ্যতার এপিটাফ দেখি….
সাদাকালো আর জল রঙ্গের।
শুন্যতাকে জড়িয়ে থাকি
মায়ার জালে বিধেঁ বিধেঁ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply