রিয়াজ মুস্তাফিজ :
গন্তব্য তোমার
রিয়াজ মুস্তাফিজ
গাংয়ের জলের মত স্বচ্ছ হও তুমি
প্রতিবারের মত একেক বার
আবার বর্ষার ঘোলাটে জলে
আঘাত হানো দূর্বার চারদিক।
বাদামী পাতার মত কুঁকড়ে গিয়ে
আবার সজীব হও
বসন্তে যেমন মরা বৃক্ষ জেগে ওঠে।
আমার ভাবনা গুলো এখন নির্জীব
আমি ভাষাহীন
ঠায় দাঁড়িয়ে গেছি
দিশাহীন পাখির মত।
আমি আটকে থাকি
আমার চলার পথ দীর্ঘ হয়না
রেখার মত; সরল কিংবা বক্র
কোনটাই না!!
দেখি ও দেখতেই থাকি
তোমার রং বদলানোর ভেলকি
কোন মোহনায় ভেড়ে?
ইচ্ছেরা আর গা ঝাড়া দেয়না
কিইবা করার আছে আমার?
শুধু নির্ভার বিন্দুতে আটকে থাকা ছাড়া!!
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply