পারভেজ মোশারফ :
সহসা চলে গ্যাছো— বালির উপর টপটপ শিশির বর্ষণের মতো,
একটুও বদলায়নি বালিরঙ…!
কারণে জিতে গ্যাছি প্রেম— ঈগলের পুনজন্মের ন্যায়।
আমাকে কেয়ার করে রাতে জোছনা, যেমন আগলে রাখে অনাগত বাচ্ছাকে মাকড়।
অতীত কখনোসখনো মনে পড়লে ঘুরে এসো ভিমরুলের গৃহের নিচে, তার সাথে আলাপনের ইচ্ছা তুমি…
জোনাকি আলো আমায় ইশারা করে পদ্মফুলের দিকে, পদ্মফুল বলে আগামিকাল উঠবে নতুন কোন সূর্য!
কিন্তু,
মন বলে কতোই দূর আগামীকাল।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply