ফরিদপুরের বোয়ালমারীতে বেকারী কর্মচারী বাকিয়ার শেখ (৩৯) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলার রুপাপাত-বালুগ্রাম সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এতে বোয়ালমারী উপজেলার রুপাপাত ও পার্শ্ববতী কাশিয়ানী উপজেলার বালুগ্রামের কয়েক শ’ নারী-পুরুষ অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন নুরুল ইসলাম, সাইদুজ্জামান, বিঠু মোল্যা, আতিয়ার শেখ, নিহতের স্ত্রী নার্গিস বেগম, মেয়ে লামিয়া খানম, সানজিদা খানম প্রমুখ।
বক্তারা বাকিয়ার হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান। হত্যাকারীরা যাতে কোনভাবে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে না যায় সে জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
উল্লেখ্য, গত ১৯ মে দুপুরে বোয়ালমারী উপজেলার রুপাপাত বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসীরা বাকিয়ারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৯ জনকে আসামী করে পরের দিন বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply