বরিশাল জেলার আগৈলঝাড়ার উপজেলার বারপাইকা গ্রামের এক সময়ের সুনামধন্য ব্যাক্তি মৃত বাবু সূর্য কান্ত বেপারীর সহধর্মিণী গেনোদা বেপারী (৯৫)কে দুই মুঠো খাবার চাওয়ায় নির্মম ভাবে নির্যাতন করে তার ছেল ও পুত্র বধু। সেমবার দুপুরে দু মুঠো খাবার চাওয়া ও বয়স্ক ভাতার টাকা চাওয়া নিয়ে পুত্র বধুর সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে পুত্র বধু শ্বশুরির উপর ক্ষিপ্ত হয়ে এই নির্মম নির্যাতন চালায় বলে যানান নির্যাতনের শিকার শ্বশুরি।
ছেলের ও পুত্র বধুর নির্যাতনের শিকার হয়ে এই বৃদ্ধা মা এই ঘটনায় ছেলে ও পুত্র বধুর বিরুদ্ধে বিচার চেয়ে গ্রামের সুশীল সমাজের কাছে বিচার দিচ্ছে। কিন্তু এর অাগেও এই ভাবে অত্যাচার এর খবর শুনে এলাকার সুশীল সমাজের লোকজন তাদের বাড়িতে গেলে ওই পুত্রবধু মহিলা তাদেরকে অকাত্থ ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয় এবং তাদের মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয় । তাই এখন এলাকার জনগণ ওই মহিলা অভদ্র অাচারনে এই নির্মম নির্যাতনের সুষ্ঠ সমাধান করতে যেতে চাচ্ছে না। এলাকার লোকজন অারো জানান ওই বৃদ্ধা মহিলা গত ২মাস অাগে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেছে বলে তার শরীররে মহামারি করোনা ভাইরাসের জীবাণু থাকতে পারে তাই তাকে ২ মাস ঘরে না রেখে বাহিরে একটি মন্দিরে সামনে রাখে দেয় এই পুত্রবধু। তাই আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের কাছে এই নির্মম নির্যাতনের সঠিক বিচারের দাবি জানান এলাকার সাধারন জনগন। যাতে অার কোন মাকে ১০মাস ১০ দিন পটে সন্তান ধারন করে আস্তে আস্তে সন্তানকে বড় করে সেই সন্তান ও পুত্রবধুর হাতে নির্যাতনের শিকার না হতে হয়।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply