নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে অসুস্থ অবস্থায় বাঁশবাগানে ফেলে যাওয়া রাকিব শেখ (২০) নামের সেই ছেলেটিকে চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ করে তার পরিবারের নিকট হস্তান্তর করেছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ।
ইউএনও সাব্বির আহমেদ বলেন, গত ১১ জুন উপজেলা প্রশাসনের সহায়তায় রাকিব শেখ কে অসুস্থ অবস্থায় উপজেলার রাতইল ইউনিয়নের চাপ্তা গ্রামের একটি বাঁশবাগান থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ করে তোলা হয়। শারীরিক উন্নতি দেখে আজ তাকে তার বাবার নিকট হস্তান্তর করা হল। সেইসঙ্গে তিনি ছেলেটির বাবা কাউসার
শেখকে তার ছেলের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বলেন।
শুক্রবার (১৯ জুন) সকাল ১১ টায় ছেলেটিকে তার বাবা কাউসার শেখ (৫৭) এর নিকট হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এম এম ওয়াহিদুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা তানভীর আহমেদ ও গণমাধ্যমকর্মীগণ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply