আওয়ামী নবীন লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব লুৎফর রহমান সুইট এর পিতা বীর মুক্তিযোদ্ধা জনাব সাজ্জাদুর রহমান সাজ্জাদ ১৯৭২ সালে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। সুইট এর পিতা ২০০১ সালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক নির্বাচিত হন এবং ২০১০ সালে মাননীয় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সম্মেলনে সুইট ভাইয়ের পিতাকে ভারমুক্ত করেন।
অধ্যবদি তিনি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সাঃ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।এর আগে তিনি যুগ্ন- সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।বিশেষ উল্লেখ্য যে, ১/১১ এর সময় নিভৃতে জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ ও পরক্ষ সম্মুখযোদ্ধা হিসেবে যে কয়জন ছিলেন,সাজ্জাদুর রহমান সাজ্জাদ সাহেব অগ্রনী ভূমিকা পালন করেন এবং নেত্রী কে নিয়ে দেশে যান তার প্রমান নেত্রী নিজেই। যারা বলেন সুইট শিবির সংশ্লিষ্ট তাদের কাছে প্রশ্ন ওনারা কি আদৌ প্রমাণ করতে পেরেছেন ওনি শিবির সংশ্লিষ্ট। ওনি বাংলাদেশে থাকাকালীন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না , আমেরিকায় পড়াশোনা এবং আমেরিকায় ছাত্রলীগ,যুবলীগ করেছেন পরে সেখানকার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাথে জড়িত থাকেন। তিনি আমেরিকা থাকা অবস্থায়ও অনেক স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠনকে আর্থিকভাবে সাহায্য করেছেন, অদ্যবধি তা করে চলেছেন। সুইট ভাই বর্তমানে নিউইয়র্ক মহানগর শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আসীন আছেন যা মাননীয় প্রধান মন্ত্রীর হাতে সাইন করা কমিটি।উনার চাচা মৌলভীবাজার জেলার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিলেন প্রায় ১৭
বছর(২০০০-২০১৬)। উনার তিন প্রজন্ম ধরে সকলে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। উনার মামাদের কথা বাদই দিলাম! সুইট ভাই, ২০১০ সালে আওয়ামী নবীন লীগ প্রতিষ্ঠা করেন, ২০১৫ সালে সাংগঠনিক কার্যক্রম শুরু করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাগজপত্র জমা দিয়ে প্রাথমিকভাবে সহযোগী সংগঠনের অনুমোদন সাপেক্ষে এবং তৎকালীন আওয়ামী লীগ সাঃসম্পাদক সৈয়দ আশরফ সাহেবের অনুমোদন সাপেক্ষ আওয়ামী নবীন লীগের সাংগঠনিক কার্যক্রম চলছে।আওয়ামী নবীন লীগ ভূঁইফোড় কোন সংগঠন না।
কেন্দ্রীয় পর্যায়ের সকল আওয়ামী নেতৃবৃন্দ জ্ঞাত।সুতরাং, আওয়ামী নবীন লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব লুৎফর রহমান সুইট ভাই কে নিয়ে গুজব,কুরুচিপুর্ণ নিউজ যারা ছড়াচ্ছে তারা কেবল হিংসার বশবর্তী হয়ে। আলোচনা-সমালোচনা থাকবে ই। তবে ঘৃন্যভাবে চরিত্র হননের মাধ্যমে নয়।একজন সুইট ভাই, তরুন সমাজকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে এবং মাদক মুক্ত থাকতে শেখায়। আপামর তরুন সমাজ সুইট ভাইকে তাদের আইডল হিসেবে মানে। এটা নেতৃত্বের প্রতিযোগিতা হোক তবে প্রতিহিংসা নয়। দেখা হবে বিজয় মিছিলে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply