চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকার অনুমোদনহীন এক্সিলেন্ড ওয়ার্ল্ডের সদস্য হতে হলে কিনতে হয় সাত হাজার টাকার ওষুধ ও অন্যান্য সামগ্রী। সদস্যের মাধ্যমে নতুন কেউ এসব পণ্য কিনলে তিনি পাবেন ৫০০ টাকা কমিশন। এভাবে প্রতিষ্ঠানটি মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) পদ্ধতিতে বিভিন্ন ধরনের অনুমোদনহীন ওষুধ, কসমেটিক্সসহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য বিক্রি করে ব্যবসা করছে।
সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক নগরের মুরাদপুর এলাকার আইকন টাওয়ারের ৭ম তলায় অবস্থিত এক্সিলেন্ট ওয়ার্ল্ড নামক প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে বিপুল পরিমাণ ওষুধ ও নানা পণ্য জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান।অভিযোগ উঠেছে, আইকন টাওয়ারে বসে এক্সিলেন্ট ওয়ার্ল্ড নামক প্রতিষ্ঠানটি আইকনিক প্রতারণ করে আসছে গ্রাহকের সঙ্গে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ‘মানুষের সরলতার সুযোগ নিয়ে মানুষ ঠকানোর ব্যবসা পরিচালনা করছে আইকন টাওয়ারের এক্সিলেন্ট ওয়ার্ল্ড। এমএলএম পদ্ধতিতে চিকিৎসকের পরামর্শ ছাড়াই মানবদেহের জন্য বিপদজনক বিভিন্ন ওষুধ ও তক্বের জন্য ক্ষতিকর কসমেটিক্স বিক্রয় করে আসছে। ওষুধগুলোর মধ্যে আছে পাওয়ার সোর্স কিং, ভিটা পাওয়ার, ওমেগা ৩-৬-৯, হার্ট কেয়ার ও গ্যানো মরিং ফুড ক্যাপসুল। প্রতিষ্ঠানটি দাবি করছে এসব ওষুধ যৌন উত্তেজক, শক্তিবর্ধক, হৃদরোগ কমায়। এমএলএম এর মাধ্যমে তারা ব্যবসা করছে। অথচ তাদের ব্যবসার জন্যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোনে অনুমোদন নেই। এ সব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’
ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান বলেন, ‘ওষুধগুলোর কোনো অনুমোদন নেই। তারা এগুলো থেরাপিউডিক বলে দাবি করে বলছে রোগের চিকিৎসায় ওষুধগুলো কাজ করছে। প্রকৃতপক্ষে এসব ওষুধের কোনো অনুমোদন নেই। এগুলো যৌন শক্তিবর্ধক জাতীয় ওষুধ। প্রেস্ক্রিপশনের মাধ্যমে বিক্রির নিয়ম নেই। এগুলো সেবন স্বাস্থ্যের ক্ষতিকর।’
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply