রাজশাহী নগরীর ৪৩ জনসহ ৮৬ নমুনায় করোনা
বাংলাদেশ
ব্যুরো প্রধান, রাজশাহী2020-06-22
রাজশাহী নগরীর ৪৩ জনসহ ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৪৩ জনের বাড়ি পাবনায়। সোমবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৮৬ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, এ দিন তাদের ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রাজশাহী নগরীতে থাকা ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এরা হলেন- রামেকের পিংকু হোস্টেলের শিক্ষার্থী মিজানুর (২৫), মিঠুন (২৫), রামেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স দুলাল (৩০), লাবনী (২৯), নারগিস (৪০), নাসরিন (৩৮), নগরীর সাগরপাড়া এলাকার বাসিন্দা শাহীন (৪০), সেখের আলী (৪০), বকুল (৩৭), দড়িখড়বোনা এলাকার আমানুল্লাহ আমান (২২), উপশহরের আসাদ (৫৫), ডিঙ্গাডোবা এলাকার ওয়াসিউর রহমান (৪০), নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল আজিম আল গাজী (৪৪), ৯ নম্বর ওয়ার্ডের আশরাফুল মামুন (৫৫), মনিরা সুলতানা (৪৬), কওমি (৯), জোসনা (৩০), নারগিস খাতুন (২৩), আসাদুল (৫৫), ২৭ নম্বর ওয়ার্ডের নাদিরা সুলতানা (৬৭), ইউডি স্বাস্থ্য বিভাগের পারভেজ আনোয়ার (৪০), ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিক মোফাজ্জল হোসেন বিদ্যুৎ (২৪), ২৩ নম্বর ওয়ার্ডের ফয়সাল (৩১), বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রেজাউল (৪৫), শরিফুল (৫৭), রোখসানা (৫৭), নেভা (২১), শহিদুল (৪৩), মিলন (৪০), আবুল কালাম (৩৫), স্বর্ণ কমল সাহা (৩৪) এবং জাহিদুল (৪০)।
অন্যদিকে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, তাদের ল্যাবে ১৮৭টি নমুনার রিপোর্ট হয়েছে। এতে ৫৪টি নমুনা করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ৪৩ জনের বাড়ি পাবনা। আর বাকি ১১ জনের বাড়ি রাজশাহী মহানগরী।
নগরীর নতুন শনাক্ত এসব কোভিড-১৯ রোগীরা হলেন- আতিয়া (২০), আবদুল খালেক (৫৯), রাহাত হোসেন জনি (২৫), লায়লী (৩৬), ফাতেমা (২৮), বিপন (৩৬), আলমগীর (৩৬), হাফিজুল কাদের (২৮), রফিকুল ইসলাম (৩৫), সারওয়ার (৩৭) এবং নাজরিন সুলতানা (৩৩)।
নতুন ৪৩ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে এখন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০৭ জনে দাঁড়াল। আর পাবনায় আক্রান্তের সংখ্যা হলো ৩১৪ জন। রাজশাহীতে এ পর্যন্ত ৫৯ এবং পাবনায় ২৮ জন সুস্থ হয়েছেন।
(ঢাকাটাইমস/২২জুন/এলএ)
Leave a Reply