তাড়াশে আরো দুজন করোনায় আক্রান্ত
বাংলাদেশ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস2020-06-22
সিরাজগঞ্জের তাড়াশে নতুন করে দুইজন (কোভিড-১৯) করোনাভাইরাস পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। নতুন দুজনের মধ্যে একজন তাড়াশ পৌর শহরে ফাজিল মাদ্রাসার শিক্ষক ও বারুহাস ইউনিয়নের বিনীতপুর গ্রামের বেল্লাল হোসেন (৪০) এবং দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা গ্রামের নরসিংদীফেরত শ্রী জয় চন্দ্র রাজ (৩২)। নতুন করে এই দুজনসহ উপজেলা মোট নয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিন মিঞা শোভন বিষয়টি নিশ্চিত করেন।
তাড়াশ হাসপাতালের করোনাবিষয়ক মুখপাত্র শাহাদত হোসেন জানান, গত ১১ জুন তাড়াশ হাসপাতাল থেকে তাদের নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সোমবার তাদের মধ্যে দুজনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। এ পর্যন্ত উপজেলায় ৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/২২জুন/এলএ)
Leave a Reply