রানা প্লাজা দুর্ঘটনায় স্বামী আবদুল করিম যখন নিখোঁজ হন, স্ত্রী সোনাভান তখন সাত মাসের অন্তঃসত্ত্বা। ওই মর্মান্তিক ট্র্যাজেডিতে সোনাভানের মাথায় আকাশ ভেঙে পড়ে। দুর্ঘটনার পর ঢাকা থেকে গ্রামের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ফেরেন সোনাভান। এ সময় তাঁর পাশে দাঁড়ায় ব্র্যাক পরিবার। সোনাভানের স্বাস্থ্যসেবা থেকে শুরু করে যাবতীয় দেখভালের দায়িত্ব গ্রহণ করে তারা।
সামান্য অর্থ দিয়ে সোনাভানকে বাড়িতেই মুদিখানার… বিস্তারিত
প্রতিনিধি, দিনাজপুর , 2020-06-22 23:46:44
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply