করোনা আক্রান্ত বান্দরবানের আওয়ামী লীগ নেতা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশকে সোমবার বান্দরবান জেলা সদর থেকে চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানানো হয়, করোনা ছাড়াও ডায়াবেটিক এবং উচ্চ রক্ত চাপে ভুগছিলেন লক্ষ্মীপদ দাশ। এ অবস্থায় যেকোনো সময় তার আইসিইউ সাপোর্ট লাগতে পারে। কিন্তু বান্দরবানের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে আইসিইউ ব্যবস্থা না থাকায় চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রামের আইসিইউ সুবিধা সম্পন্ন কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়া হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন।
গত ১৯ জুন কক্সবাজার মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় লক্ষ্মীপদ দাশ, তার স্ত্রী সীমা দাশ এবং কন্যা শ্রেয়া দাশ করোনা পজিটিভ শনাক্ত হন। এর পর আরো দু’বারের নমুনা পরীক্ষায় এই পরিবারের আরো ১৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। করোনা শনাক্তের পর চিকিৎসকদের পরামর্শে তারা সবাই বান্দরবান শহরে নিজেদের বাসাতেই আইসোলেশনে ছিলেন।
সোমবার সকালে একটি অ্যাম্বুল্যান্সযোগে তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। অন্যরা এখন বাসাতেই আছেন।
, 2020-06-23 05:21:24
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply