হবিগঞ্জের চুনারুঘাটে সাথছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চুনারুঘাটে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৯ জন। সুস্থ হয়েছেন ৫০ জন। মৃত্যু হয়েছে দুজনের।
সূত্র জানায়, নতুন করে আক্রান্তের মধ্যে রয়েছেন চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী আজিজুর রহমান, কমল দাস ভৌমিক, ইনাতাবাদ গ্রামের এনজিও কর্মী এসএম শাহজাহান, চুনারুঘাট পৌরসভা চন্দনা গ্রামের আশিকুর রহমান নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বলেন, সোমবার রাতে ঢাকা থেকে তাদের রিপোর্ট পজিটিভ আসে। উপজেলায় এ পর্যন্ত ১০৪৬ জনের কভিট-১৯ (করোনাভাইরাস) নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ৮৯ জনের নমুনা পজিটিভ এসেছে।
, 2020-06-23 05:16:15
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply