লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পর্যায়ে তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা পরিষদের শহীদ আফজাল হোসেন মিলনায়তনে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমানের সভাপতিত্বে এ কর্মশালা হয়।
কর্মশালায় বক্তব্য দেন পাটগ্রাম পৌর মেয়র সমশের আলী, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জাল হোসেন লিপু, জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নবিবর রহমান, পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওহাব প্রধান বেলাল, পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আজিজ প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফ্ফার প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মো. আসাদুল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, আনসার ভিডিপি ব্যাংকের পাটগ্রাম শাখার ব্যবস্থাপক মো. ফজলুল কবির, উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি, পাটগ্রাম উপজেলা যুব উন্নয়ন ক্রেডিট সুপারভাইজার মো. আজিজুর রহমান রাজুসহ গণমাধ্যমকর্মীরা।
, 2020-06-23 04:52:59
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply