ফরিদপুরের বোয়ালমারীতে এক পৌর কাউন্সিলর ও ৮ পুলিশ সদস্যসহ ২২ জুন করোনা আক্রান্ত সর্বোচ্চ ১৬ জন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০১ জনে।
১৭ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়, ৫৭ দিনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা শতক ছুঁলেও পরবর্তীতে মাত্র ১০ দিনেই দুই শতকে পৌঁছাল আক্রান্তের সংখ্যা। সামাজিক সংক্রমণ এতটাই দ্রুত ছড়িয়ে পড়েছে যে শঙ্কিত এলাকাবাসী। নতুন আক্রান্তদের মধ্যে বোয়ালমারী পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলর, বোয়ালমারী থানা পুলিশের ৪ উপ-পুলিশ পরিদর্শক ও তাদের পরিবারের ২ জন এবং ৪ পুলিশ সদস্য, উপজেলার দাদপুর গ্রামের ১ জন, রুপাপাত ১ জন, হাসামদিয়া ১ জন, গুনবহা ১ জন ও বোয়ালমারী সদর বাজারের ২ জন রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, গত ১৯ জুনের পাঠানো নমুনায় সর্বোচ্চ ১৬ জনের করোনা পজিটিভ এসেছে আজ। এ নিয়ে উপজেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০১ জনে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৫১ জন, মারা গেছে ২ জন ও ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করা হয়েছে। বাকিরা নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।
(ঢাকাটাইমস/২২জুন/এলএ)
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply