সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা , এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৯ উপলক্ষ্যে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৭ এপ্রিল) সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
সিভিল সার্জন ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘আমাদের স্বাস্থ্য সম্পর্কে নিজেদের আগে সচেতন হতে হবে। স্বাস্থ্য সচেতন মানুষরাই সফলতার দ্বার প্রান্তে অবস্থান করছে। ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে।’
র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহবুবুর রহমান, সদর সার্কেল মেরিনা আক্তার প্রমুখ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র উপপরিচালক রফিকুল ইসলাম, সাতক্ষীরা সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. কানিজ ফাতেমা, ডা. মো. আবুল হোসেন, ডা. জয়ন্ত সরকার, সাতক্ষীরা নার্সিং ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ মন্জু রাণী দেবনাথ, ব্র্যাক প্রতিনিধি মো. রেজাউল করিম খান, সুশীলন এনজিও’র সিনিয়র প্রোগ্রাম অফিসার জি.এম মনিরুজ্জামান প্রমুখ। এসময় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ও সাতক্ষীরা নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহিনুর খাতুন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply