বিরামপুরে চিকিৎসকসহ পরিবারের সাতজন করোনায় আক্রান্ত
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস2020-06-22
দিনাজপুরের বিরামপুরে আজ এক সরকারি ডাক্তারের পরিবারের পাঁচজন সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ওই পরিবারে মোট সাতজন করোনায় আক্রান্ত হলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ও বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লায় শ্বশুর বাড়িতে সপরিবারে থাকেন। গত ১৮ জুন তার শরীরের করোনা শনাক্ত হয়। পরে ২১ জুন তার স্ত্রীর শরীরে করোনা শনাক্ত হয়। আজ তার ছেলে, মেয়ে, শ্বশুর-শাশুড়ি ও তার শ্যালকের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা আক্রান্ত সকলেই হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বলেন, প্রথমে ওই পরিবারের মধ্যে একজন ডাক্তার করোনায় আক্রান্ত হন। গতকাল তার স্ত্রীর শরীরে করোনা শনাক্ত হয় এবং আজ ওই পরিবারের আরো ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
তিনি আরো বলেন, এ পর্যন্ত উপজেলায় মোট ৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ উপজেলায় এখনো করোনায় কারো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, ‘করোনায় আক্রান্ত ডাক্তারের শ্বশুরবাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে। তারা সকলেই ওই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
(ঢাকাটাইমস/২২জুন/এলএ)
Leave a Reply