মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন (কোভিড-১৯) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পর সম্পূর্ণ রূপে সুস্থ্য হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান। তিনি জানান গত ৪ জুন নমুনা পাঠানো হলে ৮ জুন তার করোনা আক্রান্তের রিপোর্ট পজেটিভ আসে।
পরে তিনি দীর্ঘদিন বাড়ীতে আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করেন। গত ১৯ জুন প্রথম ও পরে ২২ জুন দ্বিতীয় বারের মত নমুনা টেষ্টের রিপোর্ট নেগেটিভ আসে। এ নিয়ে উপজেলায় মোট সুস্থ ১২০ জন।
স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, ২০ তারিখের নমুনায় ২২ জুন সোমবার নতুন করে সিরাজদিখানে ২০ বছরের এক জন পুরুষ ও ইছাপুরায় ৩০ বছরের এক নারীসহ ২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত ২৮৯ জন। মৃত্যু হয়েছে ৬ জনের।
বার্তাবাজার/কে.এ.স
Leave a Reply