মাকে মারপিটের অভিযোগে নাসিম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটানাটি ঘটে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায়। আজ সোমবার সকালে শিবদিঘী কাঁচা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা ও স্থানীয় সূত্র মতে, উপজেলার রামপুর গ্রামের মৃত রফিজউদ্দীনের স্ত্রী গত ১৬ জুন আরোশা বেগম তার নিজ ক্ষেতে পটল তুলতে যান। এতে ছেলে বাঁধা দেয় এবং মাকে বাড়ি যেতে বলে। কিন্তু মা ভয়ে বাড়িতে না গিয়ে পাশের সমশের মেম্বাররের বাড়ির দিকে যেতে থাকেন। এ সময় পেছন থেকে ছেলে তাকে বাড়ি নিতে তাড়া করে।
এক পর্যায়ে ছেলে তাকে বেধড়ক লাঠি দিয়ে মারপিট করে। এতে আরোশা বেগম গুরুতর জখম হন। বর্তমানে রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন তিনি। পরে মা আরোশা বেগম এলাকাবাসীর কাছে সুষ্ঠু বিচার না পেয়ে গত ২০ জুন বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা করেন।
মায়ের মামলার ঘটনাকে কেন্দ্র করে ছেলে তার মাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। ছেলে ক্ষিপ্ত হয়ে আজ সকালে শিবদিঘী কাঁচাবাজারে মাকে পেয়ে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করে।
এ ঘটনায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল ছেলে নাসিম উদ্দীনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। এ বিষয়ে মামলা আইও সাব ইন্সপেক্টর দিপঙ্কর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বার্তাবাজার/কে.এ.স
Leave a Reply