ইংল্যান্ডে আগস্ট-সেপ্টেম্বরে তাদের তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা পাকিস্তান দলের। সবকিছুই চূড়ান্ত। আর ৬ দিন পর ২৮ জুন তাদের ইংল্যান্ডগামী বিমানে ওঠার কথা। এরই মধ্যে সোমবার (২২ জুন) পাকিস্তানের তিন ক্রিকেটার হায়দার আলী, হারিস রউফ ও শাদাব খান করোনা টেস্টে পজিটিভ হলেন, যদিও কোনও উপসর্গ ছিল না তাদের শরীরে।
বিবিসি ১৯ বছর বয়সী ব্যাটসম্যান হায়দার আলী, ২৬ বছর বয়সী ফাস্ট বোলার হারিস রউফ ও ২১ বছর বছর বয়সী শাদাব খানের কোভিড-১৯ শনাক্ত হওয়ার খবর দিয়ে জানিয়েছে, এদের তিনজনকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে না আইসোলেশনে পাঠানো হবে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
ইংল্যান্ড সফরে যাওয়ার আগে পুরো স্কোয়াডের কোভিড-১৯ পরীক্ষা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথমদিন পাওয়া রিপোর্টে এই তিনজন করোনা পজিটিভ হয়েছেন। দুজন হয়েছেন নেগেটিভ- ইমাদ ওয়াসিম ও উসমান শিনওয়ারি। ২৯ খেলোয়াড় বিশিষ্ট স্কোয়াডের বাকিদের পরীক্ষার ফল পাওয়া যেতে পারে মঙ্গলবার।
যদি কোনও খেলোয়াড় করোনা পজিটিভ হন, সেই সতর্কতা থেকেই পিসিবি চারজন খেলোয়াড়কে রেখেছে স্ট্যান্ড-বাই। এরা হলেন বিলাল আসিফ, ইমরান বাট, মুসা খান ও মোহাম্মদ নেওয়াজ।
Leave a Reply