করোনা পরিস্থিতিতে মোংলায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় নিয়ম ভঙ্গ করে খাবার বিক্রি করায় হোটেল প্যারাডাইসের মালিক ও পৌর কাউন্সিলর খোরশেদ আলমকেও অর্থদণ্ড দেওয়া হয়।
সোমবার (২২ জুন) দুপুরে শহরের বিভিন্ন স্থানে পথযাত্রীদের মাস্ক ব্যবহার না করা ও মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এ অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী এই জরিমানা করেন।
এসিল্যান্ড নয়ন কুমার রাজবংশী বলেন, করোনার এই মহামারিতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পৌর কাউন্সিলর ও হোটেল মালিক খোরশেদ আলম আইন অমান্য করে দুপুর ২ টার পর হোটেল খোলা রাখায় তাকেও জরিমানা করা হয়েছে বলেও তিনি জানান।
Leave a Reply