করোনার হটস্পট খ্যাত নারায়ণগঞ্জের খানপুরের ৩০০ শয্যা হাসপাতাল পিসিআর ল্যাবে গত পাঁচ দিন ধরে কিট সংকটের কারণে করোনার পরীক্ষা বন্ধ রয়েছে। কিট না থাকার অজুহাত তুলে হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ বন্ধ রেখেছেন। এতে হাসপাতালে আসা রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সোমবার (২২ জুন) এই ঘটনায় নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি কিট সংকটের কারণে কোনও অবস্থাতেই নমুনা সংগ্রহ বন্ধ করা ঠিক হয়নি। আগের মতো নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানোর দাবি করেন তারা।
তবে সোমবার নারায়ণগঞ্জে কেউ মারা যায়নি বলে সিভিল সার্জন অফিস সূত্র নিশ্চিত করেছে। আক্রান্তের সংখ্যাও কমেছে। জেলার সিভিল সার্জন অফিসের ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।
জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫৭ জন। এই নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো চার হাজার ৭০০ জনে। নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৬০২ জন, সদর উপজেলায় এক হাজার ১৩১ জন, বন্দর উপজেলায় ১৫১ জন, আড়াইহাজারে ৪৫৯ জন, সোনারগাঁয়ে ৪০৯ জন ও রূপগঞ্জে ৯৪৮ জন।
জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০৭ জনের মৃত্যু হয়েছে। সিটি করপোরেশন এলাকায় করোনায় এই পর্যন্ত মারা গেছেন ৫৮ জন, সদরে ২২ জন, বন্দরে তিন জন, রূপগঞ্জে আট জন, সোনারগাঁয়ে ১৩ জন ও আড়াইহাজারে তিন জন। এই পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ২০০ জন।
Leave a Reply