পাঁচ বছর ধরে পুলিশ কনস্টেবল রিপন সিংহের সঙ্গে এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কথা বলে মেয়েটির সঙ্গে দৈহিক সম্পর্কও করে সে। এরপর ওই ছাত্রী তাকে বিয়ের কথা বলতেই রিপন তার কাছে ১৫ লাখ টাকা দাবি করে। এ বিষয়ে কলেজছাত্রী দিনাজপুর পুলিশ সুপার বরাবরে ১৮ জুন লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নম্বর ধনতলা ইউনিয়ন পরিষদের বগাদিগীর (লাহিড়ী) রবীন্দ্রনাথ সিংহের ছেলে পুলিশ কনস্টেবল রিপন সিংহ। ঠাকুরগাঁও সদর উপজেলার ইয়াকুবপুর গ্রামের এক কলেজ ছাত্রীর সঙ্গে ৫ বছর আগে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক চলাকালে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১৭ সালের ৩ নভেম্বর দিনাজপুর শহরের হোটেল হিমাচলে মেয়েটির সঙ্গে দৈহিক সম্পর্ক করে। এরপর তাদের মধ্যে একাধিক দৈহিক সম্পর্ক হয়েছে। পরে মেয়েটি রিপনকে বিয়ের কথা বললে সে ১৫ লাখ টাকা দাবি করে। মেয়েটি এ নিয়ে তার বাবার সঙ্গে আলোচনা করে তাকে জানায়, এত টাকা দেওয়ার সার্মথ্য তার নেই। পরে মেয়েটির বাবা ৪ লাখ টাকা দিতে সম্মত হন। কিন্তু সে অন্যখানে ১৭ লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করার চেষ্টা করছে বলে জানতে পারে ওই কলেজছাত্রী। উপায় না পেয়ে দিনাজপুর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে রিপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে দিনাজপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তা মধুসুধন দত্ত বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করলে প্রকৃত ঘটনা জানা যাবে।’
Leave a Reply