বেশ কয়েক মাস ধরেই পার্লারে যাওয়া রয়েছে বন্ধ। প্রয়োজনীয় হেয়ার কাট তাই অনেকে করে নিচ্ছেন বাসাতেই। বাসায় বসে কিন্তু চুল রঙও করে নিতে পারেন। কিছু প্রাকৃতিক উপাদান চুলে নিয়ে আসবে চমৎকার রঙের ঝলক। এগুলো ব্যবহারে নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়। জেনে নিন কোন কোন উপাদানের সাহায্যে প্রাকৃতিক রঙ আনতে পারবেন চুলে।
বিটরুট
চুলে লালচে রঙের ঝলক আনতে চাইলে ব্যবহার করতে পারেন বিটরুট। এক কাপ বিটরুটের রস ও এক কাপ গাজরের রস একটি স্প্রে বোতলে নিয়ে স্প্রে করুন চুলে। শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন ৩ ঘণ্টা। ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন।
লেবু
লেবুর রসের সঙ্গে সামান্য পানি মিশিয়ে চুলে লাগান। শাওয়ার ক্যাপ পরে রোদে থাকুন ১ ঘণ্টা। ধুয়ে ফেলুন পানি দিয়ে। এটি চুলে সোনালি রঙের আভা নিয়ে আসবে।
কফি
চুলে গাঢ় বাদামি রঙ আনতে কফি ব্যবহার করতে পারেন। কড়া ব্ল্যাক কফি লিকার নিয়ে নিন একটি স্প্রে বোতলে। লিভ-ইন হেয়ার কন্ডিশনার মেশান খানিকটা। মিশ্রণটি চুলে এক ঘণ্টা লাগিয়ে রেখে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন।
চা
চায়ে থাকা ট্যানিক অ্যাসিড চুল কালো করে। ৫ টেবিল চামচ চা পাতা ১ কাপ পানিতে ফুটিয়ে নিন। লিকার ঠাণ্ডা হলে চুলে লাগান। ৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মেহেদি
মেহেদির গুঁড়া সারারাত ভিজিয়ে রাখুন চায়ের লিকারে। পরদিন লেবুর রস মিশিয়ে চুলে লাগান। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন চুল।
Leave a Reply