যশোর শহরের মনিহার থেকে মুড়লি মোড় পর্যন্ত দুই লেনে সড়ককে চার লেনে উন্নীত করা হচ্ছে। এ লক্ষ্যে একনেকে প্রকল্প অনুমোদন করা হয়েছে।বর্তমানে প্রকল্পের দরপত্র মূল্যায়ন কার্যক্রম চলছে।
মঙ্গলবার (২৩ জুন) সংসদের প্রশ্নোত্তর পর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, যশোর শহরের পালবাড়ির মোড় থেকে মুড়লির মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি চার লেনে উন্নীত করার জন্য ‘পালবাড়ি-দড়াটানা-মনিহার-মুড়লি জাতীয় মহাসড়কের (এন-৭০৭) মনিহার থেকে মুড়লি পর্যন্ত চার লেনে উন্নীতকরণ’ শীর্ষক একটি প্রকল্প গত বছর ২৬ নভেম্বর একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পটির দরপত্র মূল্যায়ন প্রতিবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply