এবছর একহাজারের কম মানুষ হজ করার সুযোগ পাবেন। বিশ্বের মুসলিম দেশ এবং যেসব মুসলিম দেশের নাগরিক সৌদি আরবে অবস্থান করছেন তারাই এ সুযোগ পাবেন। কোভিড-১৯ পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।
সোমবার (২২ জুন) সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে টেলিফোন করে একথা জানান।
ফয়সাল বিন ফারহান জানান, এ বছর প্রথাগত ভাবে হজ হবে না। এ সিদ্ধান্তকে অত্যন্ত ‘বুদ্ধিদীপ্ত’ হিসেবে অভিহিত করে আব্দুল মোমেন। তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করার জন্য ধন্যবাদ জানান।
এর আগে ১৪ জুন দুই মন্ত্রীর মধ্যে টেলিফোন আলাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আবার ফোন করবেন।
আরও পড়ুন:
এবার বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারবেন না
Leave a Reply