রাজধানীর পূর্ব রাজাবাজারে চলমান লকডাউন আরও সাত দিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টার দিকে পূর্ব রাজাবাজারে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সংক্রামক বর্জ্য ব্যবস্থাপনার বিশেষ কর্মসূচি উদ্বোধন কালে তিনি এ কথা জানান।
আতিকুল ইসলাম বলেন, ‘পূর্ব রাজাবাজারে যে লকডাউন ঘোষণা করা হয়েছিলে সেটি আজ রাত ১২টায় ১৪দিন পূর্ব হবে। স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে আমার কথা হয়েছে। নিয়ম অনুযায়ী এটিকে ২১ দিনে রাখতে হবে। তাই আমরা পূর্ব রাজাবাজারে লকডাউনের সময় আরও সাত দিন বাড়িয়েছি। অর্থাৎ এই এলাকার মানুষকে ২১দিন লকডাউনে থাকতে হবে।’
আতিকুল ইসলাম বলেন, ‘আমি স্বাস্থ্য অধিদফতরকে বলেছি ২১দিন পরে এই এলাকার কী অবস্থা তার একটি চিত্র পর্যালোচনা করে আমাদের জনসাধারণকে জানানোর জন্য আমাকে দিতে হবে। আমার সঙ্গে আইইডিসিআরের কথা হয়েছে। তারা বলেছে এই কাজটি তারা করবে।’
মেয়র আরও বলেন, ‘আমরা বিভিন্ন বাসা-বাড়িতে যখন ময়লা ফেলি তখন আমাদের রান্নার বর্জ্যের সঙ্গে অন্যান্য বর্জ্য মিশিয়ে ফেলি। এটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। করোনা যতো দিন থাকবে আমাদের ম্যানেজ করে চলতে হবে। আমরা আজ থেকে বাসা বাড়িতে বিশেষ ধরনের ব্যাগ চালু করতে যাচ্ছি। এর মধ্যে আমাদের বাসা বাড়ির যে ধরণের গ্ল্যাভস, মাস্ক ও পিপিইসহ অন্যান্য যেসব করোনার উপকরণ থাকবে সেগুলো মেহেরবানি করে যত্রতত্র না ফেলে এই ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। আমাদের পচ্ছিন্নতাকর্মীরা সপ্তাহের শনিবার ও রবিবার দুই দিন নিয়ে যাবে। আমরা এগুলো স্বাস্থ্যসম্মতভাবে পুড়িয়ে ফেলবো।’
উল্লেখ্য, কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকাকে রেড (লাল) কিংবা ইয়েলো (হলুদ) জোন নির্ধারণ করে লকডাউনে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কোনও এলাকায় প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে আক্রান্তের সংখ্যা ৩০-৪০ জন হলে সেই এলাকা রেড জোন হিসেবে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। প্রতিটি এলাকা ম্যাপিং করে লকডাউন করা হবে। পূর্ব রাজাবাজারে গত ৯ জুন মধ্যরাত থেকে এটি পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।
আরও পড়ুন-
‘বিশেষ প্রয়োজনের’ কথা বলে পূর্ব রাজাবাজার থেকে বের হওয়ার চেষ্টা
মঙ্গলবার রাত ১২টার পর থেকে পূর্ব রাজাবাজার লকডাউন
পূর্ব রাজাবাজারে যেভাবে মানা হবে লকডাউন
Leave a Reply