ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সদর বাজারে দুপুর ২.১০ মিনিটের সময় আলফাডাঙ্গা চৌরাস্তায় অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে দশটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সরেজমিনে দেখা যায়,ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে একটি ফার্মেসি, মুদি দোকান ,সেলুন,বিকাশ লোড,দোতলা গোডাউন, চায়ের দোকান ও পৌর মেয়রের অস্থায়ী কার্যালয় সহ সব মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের কাছ থেকে জানা যায় বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে, আগুনের সুত্রপাতের পর স্থানীয় জন সাধারন আগুন নেভানোর চেষ্টাকরে, খবর পেয়ে আধা ঘন্টা পর বোয়ালমারী ফায়ার সার্ভিস ষ্টেশন থেকে গাড়ীএসে আগুন নেভানো সম্ভব হয়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন,পৌর মেয়র জনাব সাইফুর রহমান সাইফার
উপজেলা নির্বাহী অফিসার জনাব রাশেদুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি জনাব এনায়েত হোসেন ও উপজেলা যুবলীগ এর যুগ্ন আহবায়ক মো কামরুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। ক্ষতিগ্রস্থদের সহযোগিতার ব্যাপারে পৌর মেয়রের সাথে মুঠোফোনে আলাপ করলে তিনি জানান,তালিকা প্রস্তুত করে পৌরসভার থেকে আর্থিক অনুদান দেওয়া হবে।উপজেলা নির্বাহী অফিসার মুঠোফোনেে জানান,ক্ষতিগ্রস্থদের তালিকা করে জেলা প্রশাসক মহোদয়ের বরাবর প্রেরন করা হবে,তারপর সাহায্য এলে প্রদান করা হবে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply