ভুলিয়া যাইও
কবি মনিরা সুলতানা
শোনো প্রিয়,
মধ্যরাতে মুঠোফোনের সমস্ত আলাপন ভুলিয়া যাইও,
প্রত্যূষের চন্দ্র দেখিবার ক্ষণকাল মনন হতে চিরতরে মুছিয়া দিও।
তোমা হতে জ্ঞাপিত সকল প্রতিজ্ঞাদের সমাধি রচিও।
প্রিয় শোনো,
যে ভুলে ভেঙেচুরে দিয়াছো হৃত্পিণ্ড খানি,
কখনও সুযোগ মিলিলে সে ভ্রান্তির সুরাহা খুঁজিয়া নিও,
কতেক রকম আয়োজনে অবমাননা করিয়া যন্ত্রণা জ্ঞাপন করিয়াছ ,
অন্তরের চক্ষু দিয়া একবারটি পর্যবেক্ষণ করিয়া দেখিও।
প্রিয়,
অনুরাগের আহার জোটাতে না পারিলে, না পারিও;
অজুহাতে অনুভূতিদের অবহেলা-অযত্ন, না করিও ।
বারে বারে সম্বন্ধে ভাঙন না ধরায়ে,
নিজের অপারগতার স্বীকারোক্তি মানিয়া লইও।
শোনো না প্রিয়,
অনুরোধে অনুদান অনেক অর্জিত হইয়াছে;
ভাবের প্রকোষ্ঠে ভাবনারা শূন্যস্থান পাইয়াছে;
তোমা হতে মন যোজন যোজন দূরে সরিয়াছে;
ভালো মন্দ যা আছে মানিয়া নিও আলগোছে;
জানো প্রিয়,
তুমি যে ছিলে প্রিয় থেকেও বেশি প্রিয়,
সেই তুমি টাই আজ বড্ড বেশি অপ্রিয়।
নতুনত্বের মাঝে মনের সমৃদ্ধি ডাকিয়া আনিও।
আর আমি নামক শব্দটা, সর্বান্তঃকরণে মুছিয়া ফেলিও।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply