পারভেজ মোশারফ :
চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার ৫নং গুপ্টি পুর্ব ইউনিয়নের গুপ্টি বাজারে এই ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই হয়েছে গেছে। খবর পেয়ে পাশ্ববর্তী রামগঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
স্থানীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ও ছাত্রলীগ নেতা সজীবদত্ত এই প্রতিনিধিকে জানান, বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গুপ্টি বাজারে গেলে বাজারের একটি অংশে দোকানগুলো আগুনে পুড়ছে দেখতে পান। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার সাথে সাথে ৩৩৩ নম্বরে কল দিয়ে আগুনের ঘটনা জানায়। পরে পাশবর্তী রামগন্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।
আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হোসাইন আহম্মেদ রানা জানান, রাতে দোকান বন্ধ করে তিনিসহ বাজারের ব্যবসায়ীরা বাড়ি যান । হঠাৎ করেই আগুন লাগার সংবাদ শুনতে পেয়ে এসে দেখেন সবকিছু পুড়ে ছাই। তিনি আরো জানান,তার নুসরাত এন্টার প্রাইজ নামক দোকানটিতে থাকা সিমেন্ট সহ বিভিন্ন মাল-পত্র পুড়ে ছাই হয়ে গেছে।তাছাও তার রড-সিমেন্ট বহনকারী একটি পিকআপ ভ্যানের অনেকাংশ পুড়ে গেছে।
এছাড়া বাকী ৯টি দোকানের মধ্যে আক্তার পাটওয়ারীর সাদিয়া ডেকোরেটর, ফারুক হোসেনের ইলেকট্রিক দোকান, শাহিন হোসেনের টেইলার্স, সিরাজ তপাদারের পল্লী ক্লিনিক নামে একটি ফার্মেসী, আব্দুর রহিমের জনসেবা ফার্মেসী, হারাধন সাহার সাহা মেডিকেল হল, রসরাজের চায়ের দোকান, চন্দনের সেলুন ও প্রল্লাদের সেলুনও সম্পূর্ণ পুড়ে যায়। ব্যবসয়ীরা জানান সবমিলিয়ে তারা কোটি টাকার মতো ক্ষতিগ্রস্থ হয়েছেন।
খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল গনি বাবুল পাটোয়ারী।ঘটনাস্থল পরিদর্শন করে তিনি ব্যবসায়ীদের সমবেদনা জানান।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply