নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ সভাপতি নির্মল রঞ্জন গুহ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনায় ও
বিশ্বব্যাপী ক্রমবর্ধমান করোনা ভাইরাস সহ যাবতীয় মহামারি ও দুর্যোগ থেকে পরিত্রান পেতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ এর পরিচালনায় দোয়া,মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার(২ জুলাই) বাদ আসর ১৯ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু।উপস্হিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন সহ নগর,থানা,ওয়ার্ড ও ইউনিট স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
এসময় তারিক সাঈদ বলেন করোনা ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই রোগ থেকে বাঁচতে আমাদেরকে বেশি বেশি আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে হবে।সচেতনতার কোন বিকল্প নেই।তিনি সকলকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও স্বাস্হ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply