প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক ছাত্রকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আহত রইচ শেখ কাশিয়ানী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চর পিংগলিয়া নামক এলাকার জুলফিকার মিনার চায়ের দোকানের পূর্বপাশে ভয়াবহ এ ঘটনা ঘটে।
এই ঘটনায় আহত রইচ শেখের চাচা মো. আবুল কালাম কালু বাদী হয়ে শহীদুল ইসলাম শহীদ (২০), মো. ইমন (১৯), আশিক গাজীসহ (২৫) আরো ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আসামী শহীদুল ইসলাম শহীদ বাদীর ভাতিজা রইচ শেখকে সোমবার সন্ধ্যা ৬টার দিকে ফোন করে উপজেলার চর পিংগলিয়া নামক এলাকার জুলফিকার মিনার চায়ের দোকানের কাছে আসতে বলে। রইচ শেখ তার বন্ধু আরমান মুন্সীকে সাথে নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে গেলে আসামীগন তাকে ফাকা জায়গায় ডেকে নিয়ে যায়। আসামীগন হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল, রামদা) দিয়ে হাত, পা, মাথা ও শরীর বিভিন্ন স্থানে তাকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে।
ঘটনার সময় হামলাকারীরা তার পকেট থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ ২০,০০০ (বিশ হাজার) টাকা জোর করে নিয়ে যায়।
ঘটনার এক পর্যায়ে রইচ শেখের আত্মচিৎকারে এলাকাবাসী দৌড়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের বেড থেকে গুরুতর আহত রইচ শেখ জানায়, আমি কাশিয়ানী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ঢাকা থেকে আব্বুর পাঠানো টাকা বিকাশের দোকান থেকে তুলে বাড়ি যাওয়ার সময় শহীদুল ইসলাম শহীদ আমাকে ফোন করে দেখা করতে বলে। আমি আমার বন্ধু আরমান মুন্সীকে সাথে নিয়ে দেখা করতে গেলে সে ও তার সাথের অন্যান্যরা আমার উপর অতর্কিত ভাবে হামলা করে আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালায়।
ঘটনা নিশ্চিত করে কাশিয়ানী থানার এসআই আলমগীর কবির বলেন, হামলাকারীরা রইচ শেখ নামে এক স্কুল ছাত্রকে মারধর করেছে। আহত রইচ শেখের চাচা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply